মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) নির্বাচনী এলাকার জনগণসহ চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি আজকের এই মহান দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা নারীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, এবারের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন অন্যান্য বছরের মতো নয়, গতানুগতিক কোনো আবহে নয়। স্বাধীনতার ৫০ বছরপূর্তি তথা সুবর্ণজয়ন্তী আজ ২৬ মার্চ। এখানেই শেষ নয়, বিশেষ অগ্রগতিতে দেশ এগিয়ে যাওয়ার আনন্দে ভাস্বর হয়ে উদ্যাপিত হবে এবারের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিপাদ্য হচ্ছে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’। আর এই অগ্রগতিটি হচ্ছে-বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া। তাই এবারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্ন আমেজের, ভিন্ন মাত্রার। আজকের দিনে প্রত্যাশা এখানেই শেষ নয়, আমরা জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহু দূর এগিয়ে যাবো। এ প্রত্যাশায় সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

 

শেয়ার করুন

Leave a Reply