মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান সরকারের মৃত্যু

মতলব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরকার (৬৫) ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। ৭ জুলাই মতলব বাজার শাহী জামে মসজিদে ঘুমস্ত অবস্থায় সকাল ৯টায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঐদিন সকালে তিনি মতলব বাজার জামে মসজিদে গিয়ে বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়েন। মসজিদের খাদেম শাহীন তাকে ঘুম থেকে জাগাতে গিয়ে দেখতে পান তাঁর কোন সাড়াশব্দ নেই। পরে স্থানীয় লোকজন এসে দেখেন মোঃ শাহাজাহান সরকার আর বেঁচে নেই। বিষয়টি পরিবারের লোকজদেরকে অবহিত করা হলে সাথে সাথে তাঁরা মসজিদে চলে আসেন এবং লাশ কলাদীর বাসায় নিয়ে যান। সেখানে গোসল শেষে মতলববাজার শাহী জামে মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন অত্র মসজিদের মুয়াজ্জিন আব্দুল মালেক। এর পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, জাতীয় পার্টির নেতা আব্দুল কাইয়ুম খাঁন, মরহুমের ছোট ভাই আনোয়ার সরকার। পরিচালনা করেন মতলব বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান সরকার। উক্ত জানাজায় সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রান মুসুল্লিগণ অংশগ্রহন করেন। মরহুমের ২য় নামাজের জানাজা নিজ বাড়ী উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুম শাহজাহান সরকারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রের পক্ষে শেষ শ্রদ্ধা ও গার্ড অব অর্নার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। এছাড়া মরহুমের কফিনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর আবুল বাশার পারভেজ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, মোস্তফা কামাল পাটোয়ারী, বিভুতিভূষন মজুমদার, মরহুমের ছোট ছেলে লিখন সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply