মেয়র মাহবুব-উল-আলম লিপন পুনর্নির্বাচিত

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ স ম মাহবুব-উল-আলম লিপন মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি মেয়র পদে নৌকার প্রার্থী পেয়েছেন ২৩ হাজার ৬৫৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১১ হাজার ৫৪৯ ভোট। তাদের মাঝে ব্যবধান ১২ হাজার ১০৮ ভোট। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফলাফল জানা গেছে। মোট ভোট কাস্ট হয়েছে ৩৫ হাজার ২’শ ৬। অবৈধ ও বাতিল ভোটের সংখ্যা ৬৯৫।

শনিবার রাতে উপজেলা মিলনায়তনে ভোটের ফলাফল ও পরিবেশন কেন্দ্রে তিনি বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ীর নাম ঘোষণা করেন।
বিজয়ী মাহবুব উল আলম লিপন বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমাকে পুনরায় নির্বাচিত করায় আমি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, মেয়র মাহবুব উল আলম লিপন গত ৫ বছর মেয়র পদে থেকে হাজীগঞ্জ পৌরসভার নানা উন্নয়নমূলক কাজ করেন।
উল্লেখ্য, এ নির্বাচনে ১২টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ২০টি। নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৩শ ৪৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ২২ হাজার ৯৩৩ জন।

শেয়ার করুন

Leave a Reply