শাহমাহমুদপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ

মিজান পাটওয়ারী :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিভিন্ন প্রকার অসহায় লোকজনের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল ৮ জুলাই বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের ২০৯ জন মনোনীত অসহায় লোক আজীবন মেয়াদী কার্ড পেয়ে খুশি হয়ে বাড়ী ফিরেন। এ সময় দীর্ঘ মেয়াদী সুবিধা প্রদানের জন্য কার্ডধারী সুবিধা ভোগী ও নেতা কর্মীরা বর্তমান সরকার প্রধান, বঙ্গকন্যা প্রধান মন্ত্রী শেখ হাছিনা ও স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উক্ত ইউনিয়নে ১’শ জন প্রতিব›দ্বী কার্ডধারী প্রতি মাসে ৭’শ ৫০ টাকা, ৭০ জন বয়স্ক ভাতা সুবিধা ভোগী ও ৩৯জন বিধবা ভাতা সুবিধা ভোগী প্রতি মাসে ৫’শ, টাকা করে আজীবন সুবিধা পাবেন। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে, ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা শাহানাজ আক্তারের তত্ত¡াবধানে উক্ত কার্ড বিতরণ উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, ইউপি’র প্যালেন চেয়ারম্যান নাজির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মনির চৌধুরী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ক্বারী, ইউনিয়ন যুবলীগের সিনিয়ন যুগ্ম আহবায়ক আরিফুর রহমান তুষার, যুগ্ম আহবায়ক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, হাবিবুর রহমান হাজী, আবুল বাশার রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বেপারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গাজীসহ ইউপি’র হিসাব কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, ইউপি সদস্যগন, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

শেয়ার করুন

Leave a Reply