শাহরাস্তিতে আর্ন্তজাতিক যক্ষ্মা দিবস পালিত

জাকির হোসাইন খাঁন :
গত ২৪ মার্চ শাহরাস্তি উপজেলায় আর্ন্তজাতিক যক্ষ্মা দিবস পালিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শাহরাস্তি উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা ব্র্যাকের সার্ভিক সহযোগিতা ব্র্যাকের প্রোগ্রাম অফিসার (পিও) মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে সকাল নয়টায় সভাটি অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ অচিৎ কুমার চক্রবর্ত্তী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জি আর টি বি রোগির উপর সরকার সজাগ দৃর্ষ্টি রাখছে। তাই সকল শ্রেণীর পেশার লোকজনের সর্দি, কাঁশি,জ্বর হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল কনসালডেন্ট ডাঃ আহসানুল কবির পাটোওয়ারী বলেন, যক্ষ্মা রোগ নির্নয়ে ব্র্যাকের ভূয়সী প্রসংশা করেন, ডাঃ মেহেদী বাসার তার বক্তব্যে বলেন, শিশু যক্ষ্মা রোগ বৃদ্ধির উপর সকলে গুরুত্ব রাখতে হবে। এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক গুপিনাথ সাহা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ ফায়েদুল্লা, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহাজান সহ হাসপাতালের কর্মকর্তাও কর্মচারিগন র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply