শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ি নিহত
জাকির হোসাইন খান :
শাহরাস্তিতে এটা বোঝাই হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় ১ ইলেকট্রিক ব্যবসা মৃত্যু হয়েছে । বুধবার সকালে (১৬ সেপ্টেম্বর কাকৈরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, কচুয়া উপজেলার আশরাফপুর ইউপির মথুরাপুর গ্রামের মিজি বাড়ি মৃত আমিন উদ্দিনের পুত্র স্থানীয় কাকৈরতলা বাজারে ইলেকট্রিক দোকান দিয়ে ব্যবসা করছিল। ঐদিন সকালে দোকানে আসার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক (চট্রমেট্রো-নং১১-৬৯৮৯) মহিউদ্দিন (৫৫) নামের ওই ব্যবসায়ীকে ধাক্কা দিলে গুরুতর আহত করে থাকেন।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। । শাহরাস্তি থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের দাবির মুখে আইনি কাজ শেষে পুলিশ তার পরিবারকে লাশ বুঝিয়ে দেয়। এদিকে শাহরাস্তি থানার ওসি মোঃ শাহ আলম এলএলবি জানান, নিহত ওই ব্যক্তির লাশ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় দোষী ট্রাকটিকে আটক করা হয়েছে।