শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আলোচনা

নিজস্ব প্রতিবেদক :
১৭ মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুর পৌর আওয়ামীলীগের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নতুন বাজার বাস ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপরীর পরিচালনায়, বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা সালাউদ্দি আহন্মেদ, জেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের আহবায়ক কাউন্সিলর আব্দল মালেক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম, সিমুল হাসান সামনুর, পৌর আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু , সাখাওয়াত হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা আজকের প্রথামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে তাকে বহনকারী উড়োজাহাজটি বিকালে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় নামলে বিমানবন্দরে লাখো মানুষ সেদিন তাকে স্বাগত জানিয়ে ছিলেন।
দেশে ফেরার পর দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রানপ্রিয় নেত্রী। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তাকে আজকের অবস্থানে আসতে হয়েছে। বাংলাদেশকে আজ সারা বিশে^র সামনে মাথা উঁচু করে দাড়ানো শিখিয়েছেন তিনি। আমরা বিশে^রকাছে গর্বকরে বলতে পারি আমাদের একজন নেত্রী রয়েছে জিনি সপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।

শেয়ার করুন

Leave a Reply