সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সুস্থ্যতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে পরিষদের হল রুমে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজীব, ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ডাঃ দীপু মনি এমপির চাঁদপুর প্রতিনিধি এড সাইফুদ্দিন বাবু, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, উপজেলা প্রকৌশলী এস এম রাশেদুর রহমান, উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মুকবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মিয়া,নির্বাহী কর্মকর্তার অফিস সহকারি মোঃ সাইফুল আলম,রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন,চান্দ্রা ইউপি চেয়ারম্যান মোঃ খান জাহান আলী কালুসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতী কেফায়েত উল্লাহ।এছাড়া দোয়া ও মিলাদ সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় করেছেন সদর উপজেলা পরিষদের সি এ মোঃ দিদার হোসেন।