সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সমীর চন্দ্রের সৎকারে শ্মশানে ইসলামি আন্দোলন

এইচএম নিজাম :
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সনাতন ধর্মের সমীর চন্দ্র দাসের সৎকার কার্য করেছে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম। ২ জুন মঙ্গলবার রাত ৮টায় চাঁদপুর মহা শশ্মানে সবদাহের কাজ সম্পন্ন করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, হাইমচর উপজেলার উত্তর আলগী কমলাপুর গ্রামের দাস বাড়ির বীরেশ্বর দাসের ছেলে সমীর চন্দ্র দাস (৪২)। ২ জুন দুপুর ২টায় চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে চিকিৎসাধীন দুপুর আড়াইটার পর মারা যান।


তার মেজ ভাই রবি চন্দ্র দাস জানান, ঈদের আগে থেকে সমীর অসুস্থ ছিল। সে আলগী বাজারে কাপড় আয়রন কাজ করতো। সে ১ মেয়ে, ২ ছেলের জনক।
ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে এম ইয়াসিন রাসেদসানী জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে আমাদের খবর দেয়া হলে আমরা হাসপাতালের আইসোলেসন ওয়ার্ড থেকে মৃত ব্যাক্তির মরদেহ তার ভাই রবি চন্দ্রের কথামতো চাঁদপুর মহাশশ্মানে নিয়ে আসি। শশ্মানের কাজে নিয়োজিত ব্যাক্তিদের সাথে নিয়ে আমরা এই প্রথম করোনা উপসর্গ নিয়ে মৃত সনাতন ধর্মের ব্যাক্তির সৎকার কাজ সম্পন্ন করেছি।
তিনি জানান, করোনার এই সময়ে আমরা এ পর্যন্ত ২৪ জনের মরদেহ দাফন এবং একজনের মরদেহ সৎকার করেছি।
এ সময় উপস্থিত ছিলেন যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ, সেক্রেটারি মাও. মেহেদী হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক টিমের সম্বনয়কারী আনোয়ার আল নোমান, যুবনেতা ইমরান হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply