স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কর্মসূচি পালিত

মুজিব জন্ম শতবর্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরব উজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল ২৭ জুলাই সোমবার স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চাঁদপুর সরকারি কলেজ ও পুরাণবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাদআছর চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স ৩য় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় আল্লাহর উপর ভরসা রেখে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ও তাঁরই সুযোগ্যা পুত্র জয় এর জন্মদিনের শুভেচ্ছা জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ শরীফ আহমেদে পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক পল্লব পাটওয়ারী, কে. এম. মাসুদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সফিকুর রহমান গাজী, যুগ্ম আহবায়ক মাঈনুল ইসলাম রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মারুফ আনাম, রনজিত সাহা মুন্না সাহা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করতে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ ও আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply