হাইমচরে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

হাইমচর প্রতিনিধি :
হাইমচরে বিশিষ্ট ব্যবসায়ী হাজী তাজুল ইসলাম বেপারীর নিজ অর্থায়নে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ্য ২ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পশ্চিমচর কৃষ্ণপুর তার নিজ বাড়ি সম্মুখে এ ত্রান বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এসময় তিনি বলেন, সাগর থেকে পানি ফুসে উঠেছে। এ হাইমচরে বন্যা ও জোয়ারের পানিতে মানুষ ক্ষতিগ্রস্থ্য হয়েছে। সরকারের পক্ষ থেকে ত্রান সামগ্রী অনেক কিছু দেয়া হয়েছে। সরকারের পাশাপাশি আপনাদের কষ্ট দেখে বিশিষ্ট ব্যবসায়ী হাজী তাজুল ইসলাম বেপারী নিজ অর্থায়নে উপজেলার ৬টি ইউনিয়নে ২ হাজার মানুষজনের মাঝে ত্রাণ বিতরনের উদ্যোগ নিয়েছেন। এটাই হলো মানবতা, সরকারের পাশাপাশি যারা বিত্তবান হতদরিদ্র মানুষজনের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়, যারা মনবতার কল্যানে অসহায় মানুষজনের জন্য কাজ করে তাদের মধ্যেই মনুষত্ববোধ আছে। যাদের অর্থ সামর্থ আছে হাজী তাজুল ইসলাম বেপারীর মত মানুষজনের পাশে সহযোগীতা নিয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ বাশার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার, গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান গাজিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply