হাইমচরে জাটকা নিধনকালে শরীয়তপুরের ৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর হাইমচরে মেঘনায় জাটকা নিধনকালে বহিরাগত ৭ জেলেকে আটক করেছে নীলকমল নৌপুলিশ। ১১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধা ৭টা ৩০ পর্যন্ত নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল এর নেতৃত্বে মেঘনায় অভিযান পরিচালনা করে নীলকমল নৌপুলিশ। অভিযান পরিচালনাকালীন সময়ে জাটকা নিধনকালে ৫ হাজার মিটার জাল, ডাবল ইঞ্জিন চালিত নৌকাসহ শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার ৭ জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৃত আইয়ুব আলি জমাদারের ছেলে মানিক জমাদার(৫২), সওকত আলী মালের ছেলে মনির মাল(২৮), মোক্তার মাঝির ছেলে আলকেস মাঝি(২৪), কালু জমাদারের ছেলে রিয়াদ জমাদার(২৪), বশু মিজির ছেলে স্বপন মিজি(১৫), জাহাঙ্গীর মাঝির ছেলে আক্তার মাঝি(১৪), হাফিজ ছৈয়ালের ছেলে আরিফ ছৈয়াল (১৪)। আটককৃত জেরলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সব্যাপারে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, জাটকা অভিযানে আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় মেঘনা নদীতে জাটকা নিধনকালে ৭জেলেকে আটক করতে স্বক্ষম হয়েছি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply