হাজীগঞ্জের বিএনপি নেতা মোস্তফা মজুমদারের পিতার সমাধিস্থলে পুস্পমাল্য

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও (ভূমি দাতা) ও পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মজুমদার সুমনের পিতা আবুল খায়ের মজুমদার ঢাকার শিকদার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৩১ জুলাই শনিবার রাত ১১ টায় মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। রবিবার সকাল ১১টায় গ্রামের বাড়ি মজুমদারের বাড়ির উঠানে উপজেলা ইসলামী আন্দোলন এর উপজেলা শাখার দাফন কমিটির উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে স্ত্রী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ সময় মরহুমের সমাধিস্থলে পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও দলীয় অঙ্গসংগঠনের উদ্যোগে রোমের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক এমরান হোসেন, আবুল খায়ের মজুমদারের বড় ছেলে পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা মজুমদার সুমন, ছাত্রনেতা মিজানুর রহমান, পৌর ১০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মিয়া, হাজিগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, জাতীয়তাবাদী ফোরাম হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি নয়ন মোল্লা সহ বিএনপির, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুম আবুল খায়ের মজুমদারের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করেন।

শেয়ার করুন

Leave a Reply