হাজীগঞ্জে কবুতরকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জে কবুতরকে খাবার দিয়ে প্রাণ হারালেন তাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার কৈয়ারপুল তালুকদার বাড়ির মৃত আব্দুর গফুরের ছেলে। ৩ মেয়ে ও ১ ছেলের জনক তিনি।

বাড়ির লোকজন জানান, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তাজুল ইসলাম। ক্লান্ত শরীরে আজ ১৮ জুলাই রবিবার সকালে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন কবুতরকে খাবার দিতে। এরই মধ্যে পা ফসকে দোতলার ছাদ থেকে নিচে পাকার ওপর পড়ে মারাত্মক আহত হন তিনি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালুকদার বাড়ির শাহ আলম তালুকদার জানান, তাজুল ইসলাম রেলের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ছিলেন। বেশ কয়েক বছর ধরে তারা স্বামী-স্ত্রী দুজন বাড়িতে থাকেন। শখ করে নিজ বাড়ির ছাদে কবুতর পালতেন। ঘটনার দিন সকালে কবুতরকে খাবার দেওয়ার জন্য বাড়ির ছাদে ওঠেন। অসাবধানতাবশত পা ফসকে ছাদ থেকে দুই পাকা ভবনের মাঝখানে পড়ে মারাত্মক আহত হন। এর পরেই তাকে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply