হাজীগঞ্জে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে শিমুলের মৃত্যু

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলায় কৈ মাছ আটকে শিমুলের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পৌর এলাকার এনায়েতপুর গ্রামের বজেন্দ্র ডাক্তারের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির বিরেন্দ্রের ছেলে। শিমুল দুই সন্তানের জনক।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের স্বাস্ব্য কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী নিশ্চিত করে জানান, হাজীগঞ্জ পৌর এলার এনায়েতপুরের বাসিন্দা শিমুল (৪০)কৈ মাছ ধরতে তাদের পুকুরে নামে। একটি কৈ মাছ ধরে মুখে কামুড় দিয়ে রাখে। আর একটি মাছ পায়ের নীচে অনুভব করলে সে- ই মাছটি ধরতে গেলেই মুখের মাছটি গলায় গিয়ে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। কিন্তু পথেই শিমুলের মৃত্যু হয়।
স্থানিয় বাসিন্দা মাকসুদ জানান, কৈ মাছ তার গলায় আটকের পর তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। শিমুল স্থানীয় ধোপল্যা বাজারে সেলুনে কাজ করতো। তার এক ছেলে প্রবাসে থাকে। সে দুই সন্তানের জনক।

শেয়ার করুন

Leave a Reply