হাজীগঞ্জে ডাব পাড়তে গাছেই বৃদ্ধের মৃত্যু

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়ীর দুলাল মল্লিক (৬৫) নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠে। ওই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি গাছে আটকে যান।
বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তাকে স্থানীয়রা রশি দিয়ে নামিয়ে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ২ ছেলে ৩ মেয়ে রেখে যান।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর লতিফ মাস্টারের ছেলে আহসান হাবীব জানান, সকাল সাড়ে ৯টার দিকে
দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। গাছের চূড়ায় উঠে হঠাৎ করে তিনি নিস্তব্ধ হয়ে ডালের মধ্যে পড়ে থাকেন। নীচ থেকে তার নাতি দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে। এর পর এক এক করে চারদিক থেকে লোকজন জড়ো হতে শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে রশি দিয়ে গাছের মাথা থেকে থেকে নিহতের লাশ নামিয়ে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে এটা একটি স্বাভাবিক মৃত্যু বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply