হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবারো শিশুর মৃত্যু

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মারওয়া আক্তার জারা নামের তিন বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সকালে পৌরসভাধীন ১০নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের মজুমদার বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায় সে। নিহত শিশু মারওয়া আক্তার জারা কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের বড় বাড়ির মোস্তফা কামালের মেয়ে। সে সাংবাদিক শাখাওয়াত হোসেন শামীমের ফফুতো বোন।
খবর পেয়ে পুলিশ নিহত শিশু মারওয়া আক্তার জারার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে নিহত শিশুর দাদা আয়াত আলীর লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে সোমবার বিকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের বদরপুর গ্রামে মো. ইব্রাহিম মিয়ার মেয়ে ইনতিহা ইসলাম ইভা (৫) নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মা ফারজানা বেগমের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে মারওয়া আক্তার জারা। এদিন (বৃহস্পতিবার) সকালে ঘরেই খেলাধূলা করছিলো সে। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে তার মাসহ পরিবারের অন্য সদস্যরা জারাকে খুঁজতে বের হন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে মারওয়া আক্তার জারাকে নানার বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, শিশু মারওয়া আক্তার জারাকে হাসপাতালে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

 

শেয়ার করুন

Leave a Reply