হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

শুক্রবার সকাল ১০টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রেখে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। উদ্বোধনী ম্যাচে বড়কুল পূর্ব ইউনিয়ন একাদশের সাথে ১-০ গোলে জয়লাভ করে হাজীগঞ্জ পৌরসভা একাদশ।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যন মির্জা শিউলী পারভিন মিলি, পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন মজুমদারসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণির উপস্থাপনায় খেলা পরিচালনা করেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শরীর চর্চার শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

এ ছাড়াও রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন গাজী, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম অন্যান ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply