হাজীগঞ্জে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
মুন্সী মোহাম্মদ মনির :
হাজীগঞ্জে অতিরিক্ত দামে পাইকারী ও খুচরা বাজারে পিঁয়াজ বিক্রির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় তিনটি মামলায় দুইটি আড়ৎ ও একটি দোকান মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পঁয়াজের দাম স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধি রোধে বুধবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে পাইকারী ও খুচরা বাজারে পিঁয়াজের বিক্রির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মেসার্স কাদের এন্ড সন্সকে নগদ ১০ হাজার টাকা, মেসার্স আ. রহিম মিয়াকে ১০ হাজার টাকা ও মেসার্স জয়রাম ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা এবং পেঁয়াজের বাজারকে যাতে অস্থিতিশীল না করা হয়, সে ব্যাপারে আড়তদার ও দোকানীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া সংবাদকর্মীদের বলেন, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে এই মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।