হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২১ হাজার ৯’শ টাকা জরিমানা

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে লকডাউন অমান্য করে অপ্রয়োনীয় দোকান খোলা রাখা, নিত্যপ্রয়োজনীয় দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এবং মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে ১২টি মামলা ২১ হাজার ৯’শ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকিলা বাজার ও হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার বলেন, সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৭ দিনের কঠোর লকডাউন সঠিকভাবে পালনে প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে।
তিনি বলেন, আমাদের বাঁচতে হবে, পাশা-পাশি ব্যবসা বাণিজ্যও করতে হবে। তবে আগে জীবন পরে জীবিকা। এ দিকে লক্ষ রেখে সবাইকে সাবধানে এবং স্বাস্থ্য সম্মতভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা উচিত।

শেয়ার করুন

Leave a Reply