হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুইদিনে ৩৪ মামলায় জরিমানা

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে দুইদিন ৩৪ মামলায় ২৭ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১১ জুলাই রোববার ১৮ মামলায় ১১হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
এদিন হাজীগঞ্জের রামপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ ও বেলচোঁ বাজারে জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন।
এদিকে গতকাল ১২ জুলাই সোমবার হাজীগঞ্জ, বাকিলা, বলাখল, সুইলপুর বাজারে ১৪ মামলায় ১৫ হাজার ৫০০শ টাকা জরিমানা আদায় করেছেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে ও জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কঠোর লকডাউনের বিধি নিষেধ না মানা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায়
দুইদিনে ৩৪ মামলায় ২৭ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।
হাজীগঞ্জসহ বিভিন্ন বাজারের বিভিন্ন অলি-গলি পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও পথচারীদের লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, করোনার এই মহামারিতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply