হাজীগঞ্জে যুবক হত্যা মামলায় গ্রেফতার ২

শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলায় পুকুরে সেচ মেশিন বসানো নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত ইদ্রিস বকাউল (৩০) এর বাড়ীতে চলছে শোকের মাতম।
নিহত ইদ্রিস বকাউল উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা বকাউল বাড়ির বাসিন্দা। সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে বকাউল বাড়ির কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রঙিন কাপড়ের ভীড়ে সাদা কাপড় পরিহিত ইদ্রিস এর স্ত্রী। ১২ বছর আগে বিয়ে হয়েছে। একই বাড়ীর চাচাতো ভাই ইদ্রিস। স্বামীকে বাঁচাতে গিয়েও পারল না। তাদের কোন সন্তান নেই। স্ত্রী বারবার পুকুরের দিকে তাকিয়ে মূর্ছা যেতে দেখা গেছে।
কান্নাজড়িত কণ্ঠে ইদ্রিসের মা বলেন, আমার ছেলেকে বাঁচাতে গিয়ে আমার হাতে আঘাত পেয়েছি। তবুও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।
এই ঘটনায় রবিবার দিবাগত রাতে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন ইদ্রিসের বড় ভাই কুদ্দুস বকাউল। মামলায় অভিযুক্তরা হলেন শাহজাহান বকাউল, তার ছেলে বাবু, স্ত্রী হাজেরা বেগম ও মেয়ে কুলছুমা আক্তার।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply