হাজীগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে প্রাণ গেল গৃহবধূর

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায় ৫ বছর বয়সী শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার রান্ধুনীমুড়া বেপারী বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই বাড়ীর শাহ আলমের স্ত্রী লাকি বেগম (২৮)।

আহত শিশু বেপারী বাড়ীর দুলাল মিয়ার মেয়ে। শিশুর নাম জানা যায়নি। তাকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

প্রতিবেশী মোহাম্মদ হোসাইন বেপারী  বলেন, লাকি বেগম বিদ্যুতের শর্ট সার্কিটে আটকে থাকা শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই আটকে গেলেন। পরে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিশু লাকী বেগমের মামাতো বোনের মেয়ে।

বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি  নিশ্চিত করেন পৌর প্যানেল মেয়র শুকু মিয়া।

শেয়ার করুন

Leave a Reply