হাজীগঞ্জে শ্বাসকষ্টে শিক্ষকের মৃত্যু
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে কাজী মাও.এনায়েত উল্যাহ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ৫৫ বছর বয়সী শিক্ষক শ্বাসকষ্ট, কিডনী ও স্ট্রোকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার সহপাঠী মাও. শাহ আলম আল কাদেরী।
তিনি হাজীগঞ্জ উপজেলার কাঁকৈতলা কাজী বাড়ির বাসিন্দা।
মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি কাঁকৈতলা কাজী বাড়িতে মারা যায়।
কাজী এনায়েত উল্যাহ্ গন্ধর্ব্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।
এছাড়া গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগে ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।