হাজীগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটি পরিচিতি সভা

শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভা হয়েছে। শুক্রবার উপজেলার সোনাইমুড়ি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাগান বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামাদলের সদস্য সচিব মাও. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোহন চৌধুরী। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহিম পাটোয়ারি, পরিচয় করে দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ ও আকতার হোসেন দুলাল।
সভার শুরুতে উপজেলা বিএনপির সদস্যের পরিচয় করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ ছাড়াও সাবেক সংসদ সদস্য এমএ মতিনের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়।
নবাগত উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো.ইমাম হোসেন লিটন জানান, ১০১ সদস্য বিশিষ্ট কমিটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অনুমোদন করেন।

শেয়ার করুন

Leave a Reply