হাজীগঞ্জ ভ্রাম্যমাণ আদালতে ৯ মামলায় জরিমানা
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে ৯ মামলায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ জুলাই) বিকেল থেকে রাত সাড়ে ৯ টায় পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান।
এ দিন বাজারের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারী নির্দেশনা না মানায় ৯ টি মামলা দায়ের করেন। এসব মামলা দোষী ব্যক্তিদের কাছ থেকে ৯ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেন।
ওই সময় বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে জনসাধারণকে করোনা মহামারী থেকে রক্ষা পেতে সচেতনতার লক্ষে দিক-নির্দশনা দেন।এছাড়াও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি সংবাদকর্মীদের জানান।