হাজীগঞ্জ রামগঞ্জ সড়কে এজেন্ট ব্যাংকে ৬ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ফকির বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক থেকে নগদ ৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
১০ জুন বৃহস্পতিবার সকালে ব্যাংক খোলার পর দেখতে পায় অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা। এ সময় ওপরে দেখা যায় ব্যাংকের চাদের ভ্যান্টিলেয়াটর ভাঙা। প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকলেও ক্যাশের ভিতরে থাকা ৬ লাখ টাকা চুরি হয়।
বিষয়টি দেখে ব্যাংকের পরিবেশক জাহিদ আনোয়ার তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন ও গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গণি পাটোওয়ারী বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংক এশিয়ার ব্রাঞ্চ ম্যানেজার আ.রহমান বলেন,‘৯ জুন বুধবার রাতে যে কোনো সময় ব্যাংকের চাদের ভ্যান্টিলেয়াটর ভেঙ্গে এক দল ডাকাত ভেতরে ডুকে টাকা নিয়ে যায়। এ সময় সিসি ক্যামরা ডাকাতদল খুলে রেখে যায়। যে কারণে তাদের সংখ্যা ও চেহারা চিনা সম্ভব হয়নি। ডাকাতির ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।’
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন বলেন, সংশ্লিষ্টরা জানিয়েছেন রাতের যে কোন সময় এখান থেকে ৬ লাখ টাকার কিছু বেশি টাকা চুরি হয়ে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করছি। তিনি বলেন, আমাদের সিআইডি টিম, ডিবি ও থানা পুলিশ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

Leave a Reply