হাজীগঞ্জ শাহরাস্তির ২১ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ
সকলকে নিয়েই কাজ করতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
অভিজিত রায় :
চাঁদপুরে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শপথ নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এজন্যে আপনাদের প্রতি আমার এবং জনগণের প্রত্যাশাও অনেক। কে ভোট দিয়েছে কে দেই নাই তার তিকে না তাকিয়ে সকলকে নিয়েই আপনাদের কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সকল মেম্বারদের একই চোখে দেখবেন। বিশেষ করে মহিলা মেম্বারদের। গ্রাম আদালতের মাধ্যমে আপনারা মামলা নিষ্পত্তি করতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করলে গ্রামের সাধারণ মানুষদের কষ্ট করে শহরে আসতে হবে না। আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে আপনার এলাকার আরো উন্নয়ন হবে। জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সনদ দেওয়ার ব্যাপারে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। যারা আপনাকে ভোট দিয়েছে তারা যেন আপনার প্রকৃত সেবাটি পায়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, কালচো উত্তর এর মানিক হোসেন প্রধানিয়া, রাজশ্রী উত্তর এর মো. মোশারেফ হোসেন।
অনুষ্ঠানের শুরেতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মো. মেহেদী হাসান। পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি বিমল চন্দ্র দে।
হাজীগঞ্জ উপজেলার নব-নির্বাচিতরা চেয়ারম্যানরা হলেন : ১নং রাজারগাঁও ইউনিয়নের আলহাজ আব্দুল হাদী মিয়া, ২নং বাকিলা ইউনিয়নের মিজানুর রহমান মিলন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা স্বপন, ৫নং সদর ইউনিয়নের ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মজিবুর রহমান মজিব, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন হেলাল, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে একেএম মজিবুর রহমান।
শাহরাস্তি উপজেলার নব নির্বাচিত হলেন : সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের মাহতাব উদ্দিন আহমদ হেলাল, চিতোষী পূর্ব ইউনিয়নের আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউ মোঃ আঃ রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়নের মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি ও টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক।