হাজীগঞ্জ শাহরাস্তি কচুয়া ফরিদগঞ্জ হাইমচরে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর জেলার ৮টি উপজেলার ৭ হাজার ২৫০টি মসজিদের মধ্যে অন্তত ৬ হাজার মসজিদে এবার হবে ঈদুল আযহার জামাত। কোন এলাকায় মুসল্লি বেশি হলে সেখানের মসজিদে একাধিক জামায়াত করা হবে। ঈদের জামাত করার জন্য মসজিদের দায়িত্বশীরা প্রস্তুতিও সম্পন্ন করেছেন। এর মধ্যে কচুয়া, হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ হাইমচর উপজেলার গুরুত্বপূর্ণ মসজিদগুলোর ঈত জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কচুয়ায় সকাল ৮টায় কচুয়া বড় মসজিদ, ডাক বাংলা কেন্দ্রীয় ঈদগা মসজিদ, রহিমানগর শাহারপাড় কেন্দ্রীয় ঈদগা, তপিরা কেন্দ্রীয় ঈদগা, তেতৈয়া বাইতুর রাহাত কেন্দ্রীয় ঈদগা মসজিদ, সাচার বাজার আস সাফা জামে মসজিদ ঈদের জামাত।
শাহরাস্তিতে সকাল ৭টায় উপজেলা কমপ্লেক্স ঈদগাহ মাঠ, কালীবাড়ী বাজার নিজ মেহার গুলাছি বাড়ি ঈদগাহ মাঠ, সকাল ৮টায় সূচিপাড়াস্থ চাঁদপুর ঈদগাহ মাঠ, পরানপুর ফাযিল মাদ্রাসা ঈদগাহ মাঠ, উঘরিয়া ঈদগাহ মাঠ, সকাল ৯টায় নুনিয়া ঈদগাহ মাঠ জামাত হবে।
হাজীগঞ্জ উপজেলার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফ, হযরত মাদ্দাখা (র:) জামে মসজিদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সকাল ৮টায় এবং ঐতিহাসিক খন্দকার বাড়ী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে।
ফরিদগঞ্জে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় জামে মসজিদ, সকাল ৮টায় পূর্ব গোবিন্দপুর ঈদগাহ জামে মসজিদ, পশ্চিম ধানুয়া নদীর পাড় ঈদগাহ, চর রামপুর ঈদগাহ ময়দান, পূর্ব ধানুয়া মসজিদ সংলগ্ন ঈদগাহ, সকাল সাড়ে ৮টায় দক্ষিণ হাঁসা ঈদগাহ ময়দান, সকাল ৯টায় হাঁসা চিশতীয়া ঈদগাহ জামে মসজিদে ঈদের জামাত।
হাইমচর উপজেলার আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারী হাসপাতাল জামে মসজিদ, পুরাতন উপজেলা জামে মসজিদ, কাটাখালি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রায়ের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply