১ জুলাই-৩ আগস্ট পর্যন্ত রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা

চাঁদপুর প্রতিদিন ডেস্ক :
করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে, তা আগামী ৩ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। যা আগে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার বিধান ছিল। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বুধবার এ বিষয়ে আদেশ জারি করা হবে। সেখানে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চলাচালের অনুমতি দেয় সরকার। পরে এ ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। সেই মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে। ফলে বুধবার থেকে এর মেয়াদ বৃদ্ধি করে ৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
তবে অফিস ও গণপরিবহন খোলার পর দেশে করোনা সংক্রমণ বেড়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত। ফলে সরকারি দপ্তরে করোনা আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply