৬ বছর পূর্তিতে তারুণ্যের অগ্রদূতের তারুণ্যের বিজয় উৎসব

প্রেস বিজ্ঞপ্তি :
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পুরান বাজার ডিগ্রি কলেজের নান্দনিক ক্যাম্পাসে চাঁদপুর জেলার অন্যতম সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৭ম বর্ষে পদার্পণ উৎসব পালন করে। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে সাজানো ছিল ৬ষ্ঠ বর্ষ পূর্তি এই উৎসব। ৩টি পর্বে সাজানো বিজয় উৎসবের প্রথম পর্বে ছিল সংগঠনের ২০২১ সালের জন্য নেতৃত্ব নির্বাচন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছরের মতো এই বছরও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী বছরের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর বেলা ১২ টায় সংগঠনের উপদেষ্টা মাহমুদ হাসান খান এর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অনুকুল চন্দ্র পোদ্দার (রন্টি), দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মাহবুব রনি, সংগঠনটির নির্দেশক সাখাওয়াত ইমন, প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, সভাপতি মো রাসেল হোসেন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ খাঁন, সিনিয়র সদস্য মো আতাউর রহমান, মালিহা মিম, সুশান্ত রায়। সংগঠনের এই ৬ বছরের পথচলার স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন তারা। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার এর ব্যবস্থাপনায় একক ও দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন তারুণ্যের অগ্রদূত স্কুলের শিক্ষার্থীরা এবং সংগঠনের সদস্যবৃন্দ।
দুপুরে সংগঠনের শিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজের পরপরই শুরু হয় অনুষ্ঠানের তৃতীয় এবং সমাপনী পর্ব। সংগঠনের সদস্যদের ভোটে আগামী বছরের জন্য সভাপতি পদে নুরুল কাদের, সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরান খান এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রণয় মন্ডল নির্বাচিত হোন। সমাপনী পর্বে চাঁদপুর সরকারি কলেজ এর সুযোগ্য অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক অসিত বরন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট মোঃ জিল্লুর রহমান জুয়েল। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রি কলেজের এর অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব ও ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ এর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা কিউ. এম. হাসান শাহরিয়ার, চাঁদপুর সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান, চাঁদপুর সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা মহসিন শরীফ। ছয় বছরের পথচলায় পাশে থাকার জন্য সংগঠনটি তাদের উপদেষ্টা, সাবেক নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্খীদের সম্মাননা প্রদান করে। এছাড়া করোনা কালীন সময়ে সংগঠনের কাজে সক্রিয় ভুমিকা রাখায় ১০জন সংগঠককে সেরা সংগঠক ২০২০ এর সম্মাননা প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সহ-সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা, সমাজকল্যাণ সম্পাদক আবদুল বাসেদ এবং সদস্য তাহমিনা বুনন।

শেয়ার করুন

Leave a Reply