ফরিদপুরে গরু চরাতে গিয়ে দুই কৃষকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গার শেষ মাথা ও পাশের মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে। ওই দুই কৃষকই গরু চরাতে গিয়ে এ বজ্রপাতের শিকার হন।

মাথাভাঙ্গার শেষ মাথা নামকস্থানে মারা যান জয়নাল মোল্লা (৩৯) নামে এক কৃষক। তিনি পাশের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের রেহাই রামনগর গ্রামের কোকারাম সরকারের কান্দি মহল্লার বাসিন্দা খালেক মোল্লার ছেলে। জয়নাল মোল্লা বিবাহিত এবং তিন মেয়ে ও এক ছেলের বাবা।

অপরদিকে একই সময় মাথাভাঙ্গার চরে নিহত হন হাশেম মোল্লা (৬১) নামে এক কৃষক। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের সবুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত তনু মোল্লার ছেলে। তিনি বিবাহিত এবং চার মেয়ের বাবা।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ওই দুই কৃষকই গরু চরাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওই দুই পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে ৪০ হাজার টাকা তুলে দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply