সবাইকে শান্ত থাকার অনুরোধ চাঁদপুর জেলা বিএনপির

হামলা-ভাংচুর করছে দুস্কৃতিকারীরা, উচ্ছৃখলতায় পর্যবসিত হওয়া যাবে না : এড. সলিম উল্যা সেলিম
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে চাঁদপুরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও বিভিন্ন পর্যায়ের ছাত্র জনতা। এদিকে বিকেল সাড়ে ৩টার পর থেকে চাঁদপুরের বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটনা ঘটতে শুরু করে। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এড. সলিম উল্যা সেলিম।

এসব ঘটনা দুস্কৃতিকারীরা ঘটিয়েছে বলে উল্লেখ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যা সেলিম। তিনি সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, ‘স্বৈরাচারিণী শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয় হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিজয় হয়েছে। এই বিজয়ে আমরা দেশবাসী ও ছাত্র-জনতার কাছে কৃতজ্ঞ। আমরা সবাইকে ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোন দুস্কৃতিকারী যেন কোথাও কোন অঘটন ঘটাতে না পারে- এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আমরা আছি।’
জেলার বিভিন্ন স্থানে হামলা-ভাংচুরের বিষয়ে তিনি বলেন, ‘এগুলো সব দৃস্কৃতিকারীরা করছে। এসব দৃস্কৃতিকারীদের কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই কোন উচ্ছৃখলতায় পর্যবসিত হওয়া যাবে না। সবাইকে সর্বোচ্চ ধৈয্য ধারণ করতে হবে।’
চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আনোয়ার বাবলু বলেন, ‘স্বৈরাচার কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। তার পতন আবশ্যম্ভাবী। এই পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিষয় হয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন