চাঁদপুরের থানাগুলোতে ফিরছেন পুলিশ সদস্যরা, কার্যক্রম শুরু

ইব্রাহীম রনি :
পাঁচ দিন বন্ধ থাকার পর চাঁদপুর জেলার সকল থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) থেকে আবারও দায়িত্ব পালন করতে থানায় ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। শুরু হয়েছে সীমিত আকারে থানাগুলোর কার্যক্রম। জিডি, অভিযোগ আসলে সেগুলো রেকর্ড করা হবে। সাথে অন্যান্য কাজও শুরু হবে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকল এখন থানাতেই পুলিশ অবস্থান করছে। সীমিত আকারে থানাগুলো চালু করা হচ্ছে। জিডি, অভিযোগ আসলে সেগুলো রেকর্ড করা হবে। সাথে অন্যান্য কাজও শুরু হবে।
এ বিষয়ে কথা বলতে কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এদিকে রবিবার থানা ঘুরে দেখা গেছে, সেনাবাহিনীর সদস্যরা থানার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। কচুয়ায় পিটিয়ে হত্যা করা হয় এসআই মামুনুর রশিদকে। এক পর্যায়ে থানা ছেড়ে চলে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।
এদিকে পুলিশ সদরদফতর এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, সারা দেশে বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনসহ এখন পর্যন্ত ৫৩৮ থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

শেয়ার করুন