‘আইয়ুব আলী ভালো মানুষ, তার দ্বারা কারো ক্ষতি হবে না’
পৌর ১৩নং ওয়ার্ড ও চান্দ্রা ইউনিয়নে আইয়ুব আলী বেপারীর উঠোন বৈঠক ও গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী দোয়াত-কলম মার্কার উঠোন বৈঠক ও গণসংযোগ করেছেন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুুপুর ২টা পর্যন্ত ১৩নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় গণসংযোগ ও ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছগ্রামে) উঠোন বৈঠক করেছেন। সকালে ওয়্যারলেস বাজার এলাকা থেকে প্রথম গণসংযোগ শুরু করেন। এরপর মৃধা বাড়ি রাস্তার মোড়, ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা, পাসপোর্ট অফিস এলাকা ও দক্ষিণ তরপুরচণ্ডী এলাকায় গণসংযোগ করেন। এরপর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চান্দ্রা ইউনিয়নে তিনি গণসংযোগ করেন। এসব গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, ২০১৯ সালের ২৯ মার্চ আমি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। উপজেলা পরিষদ কাঠামোতে ভাইস চেয়ারম্যানদের তেমন কোনো ক্ষমতা নেই। তবে এই পাঁচ বছরে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। পাঁচ বছর পরিষদে থাকাকালীন চেয়ারম্যানের কাজটা কী তাও আমি বুঝেছি। তাছাড়া স্থানীয় সংসদ সদস্য মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপার সাথে থাকার সুবাদে উন্নয়ন কাজের ব্যাপারেও আমার অভিজ্ঞতা হয়েছে। সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে আমি এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, আগামী ২১মে ভোটগ্রহণ, আমার মার্কা দোয়াত-কলম। আপনারা সকলে মিলে যদি আমাকে ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে সকলের সেবা করার সুযোগ পাবো। বিগতদিনে অনেকে উপজেলা চেয়ারম্যান হয়ে অনেক কথা দিয়েছে, কিন্তু কথা রাখেনি। আপনাদের ভোটে জয়ী হতে পারলে উপজেলাবাসীর কল্যাণে কাজ করবো এটাই আমার অঙ্গীকার।
উঠোন বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ সময় তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত মেয়র। উপজেলা নির্বাচনে আমরা যে মানুষটিকে নিয়ে (আইয়ুব আলী বেপারী) আপনাদের কাছে এসেছি, তিনি একজন ভালো মানুষ। তার দ্বারা কারো ক্ষতি হবে না। এই ভালো মানুষটিকে নির্বাচিত করতে হলে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, দোয়াত-কলম মার্কায় ভোট দিবেন। তিনি বলেন, ভোটের আগের রাত্রে অনেকে ভোটারকে ছাগল মনে করে। কাঠাল পাতা দিলে যেমন ছাগল খায়, তেমনি ভোটারকে টাকা দিয়ে অপমান করে। টাকা দিলে টাকা নিবেন, কিন্তু সঠিক ব্যক্তিকে ভোটটি দিবেন।
এ সময় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা বিপ্লব চক্রবর্তী, মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি, নজরুল ইসলাম বাদল, স্থানীয় কাউন্সিলর আলমগীর গাজী, যুবলীগ নেতা জাহাঙ্গীর বেপারী, জিয়াউল আমিন দিপু, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অনিক সরকার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকী আবু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এমএ বাসার, যুবলীগ নেতা মোঃ মামুন দেওয়ান, শহর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।