উপজেলা প্রেসক্লাব হাইমচরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাসান আল মামুন
উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর ২য় বর্ষ পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম জহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নাজিউর রহমান (নজির গাজী), মনজুরুল আলম লিটন শিকদার, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ রাসেল, গাজী মাজহারুল ইসলাম সৈকতসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না বা দর্পণ, আমরা যারা জীবনের নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে সমাজকে এগিয়ে নিতে কাজ করি। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নার সাথে কাজ করবে বলেও জানান তারা।
তারা আরো বলেন, শত সহস্র প্রতিবন্ধকতা পেরিয়ে উপজেলা প্রেসক্লাব আজ ২য় বর্ষ পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আমরা কিছুটা হলেও গন মানুষের চাহিদা পূরন করতে পেরেছি । চুড়ান্ত সেবায় পৌঁছতে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।