উৎসবমুখর আয়োজনে চাঁদপুরে সাড়ে ৩৬ লাখ নতুন বই বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
ইংরেজি নববর্ষ – ২০২৪ এর শুরুতেই ১ জানুয়ারি সোমবার চাঁদপুর জেলায় আড়ম্বরপূর্ণভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বসিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে বই নিতে আসা ছাত্রছাত্রীদের সাথে বিপুল সংখ্যক অভিভাবকরাও চলে আসেন।
চাঁদপুর জেলায় অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফাতেমা মেহের ইয়াসমিন, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত,
জেলা প্রশাসকের সহধর্মিনী আসমা উল হুসনা জেলা প্রশাসক চাঁদপুর এঁর উপস্থিতিতে চাঁদপুর জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অত:পর পর্যায়ক্রমে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। শহরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরণ উৎসবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
এছাড়া মাধ্যমিক স্তরে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব হয় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলার স্ব স্ব উপজেলায় জন প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্কুল কলেজ এবং মাদরাসাগুলোতে বই বিতরণ করেন প্রতিষ্ঠান প্রধানগনসহ প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা।
উল্লেখ্য, এবছর চাঁদপুর জেলায় প্রাথমিক পর্যায়ে ১২ লাখ ৩৬ হাজার এবং মাধ্যমিক স্তরে সাড়ে ২২ লাখ বই বিতরণ করা হয়েছে।