এসএসসিতে পাসের হারে বোর্ডসেরা চাঁদপুর, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬ শিক্ষার্থী

* পাসের হার ৮৩.৩২ ॥ গত বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ ও কমেছে পাসের হার

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :

চাঁদপুরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৮৪টি স্কুলের ২৭ হাজার ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২২ হাজার ৬৭৩ জন। শতকরা পাসের হার ৮৩.৩২ শতাংশ। এর মধ্যে জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬ জন পরীক্ষার্থী। এ বছর এসএসসিতে বোর্ডের ৬টি জেলার মধ্যে পাসের হারে ৮৩.৩২ শতাংশ কৃতকার্য হওয়ায় প্রথম স্থানে রয়েছে চাঁদপুর জেলা। আর ৮২.৪১০ শতাংশ পাস করায় দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলা। গত বছরের তুলনায় এবার চাঁদপুর জেলায় জিপিএ-৫ কিছুটা বাড়লেও পাসের হার কমে গেছে।

উল্লেখ্য, গত বছর (২০২৩ সাল) জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে কুমিল্লা জেলা ছিল সবার উপরে। এ জেলা থেকে ৬১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৪ হাজার ৯৭৬ জন। আর জিপিএ-৫ পাওয়ার দিক থেকে চাঁদপুর জেলা বোর্ডে রয়েছে দ্বিতীয় অবস্থানে।

 

12-05-2024

শেয়ার করুন