১৮ মাসে কুরআনে হাফেজা হলেন হাজীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা শুকুর আলম শুভর মেয়ে সুম্মিয়া
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে ১২ বছর বয়সে সুম্মিয়া আলম সারা ১৮ মাসে পবিত্র কুরআনে হাফেজা হয়েছে। সে হাজীগঞ্জ জিন-নূরাইন মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী। তার পিতা-হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শুকুর আলম শুভ এবং মাতা- লুনা আলম। তাদের এক মেয়ে ও এক ছেলের মধ্যে সুম্মিয়া আলম সারা বড় মেয়ে। পিতা-মাতার নিবিড় তত্ত্বাবধানে মাত্র ১২ বছরের কম সময়ের মধ্যে কুরআনে হাফেজা হয়। তার পিতা-মাতা নিয়মিত উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন। তার বাড়ি হাজীগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাশারি বাড়ি। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
সুম্মিয়া আলম সারার বাবা শুকুর আলম শুভ জানান,মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। কঠোর প্রচেষ্টায় মাত্র ১৮ মাসে পবিত্র কোরআন মুখস্ত করেছে সে। আল্লাহ-তায়ালা যেন তাকে কুরআনের খেদমত করার এবং কুরআনের বাণী মানুষের নিকট পৌঁছাতে পারে সেই তৌফিক দান করেন।
উল্লেখ্য, অত্র মাদরাসা হতে এক সাথে ৬ জন ছাত্রী হাফেজা হয়ে বের হবে।