কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে চাঁদপুর মোহনা এলাকা থেকে জাকির হোসেন নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসাম থানার পলাশপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী কোস্টগার্ডকে জানান, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে ট্রলারযোগে চাঁদপুরের আলুরবাজার ফেরিঘাটে নিয়ে যাচ্ছিল।
কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে চাঁদপুর মোহনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী জাকির হোসেনের গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা তার ব্যাগ তল্লাশী করে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরবর্তীতে জব্দকৃত গাঁজাসহ তাকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।