খেলাধুলার প্রসার ঘটলে যুব সমাজ ইতিবাচক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করবে : বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম
* জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন
* আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ উপজেলা
অভিজিত রায় :
২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
এসময় তিনি ববলেন, আজকের চমৎকার পরিবেশে চাঁদপুর স্টেডিয়াম জেলা প্রশাসক গোল্ডকাপ ও আন্ত: উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের সুন্দর সমাপ্তি হয়েছে। আমি বলব আগামীতে এ ধারা যেন অব্যাহত থাকে। চাঁদপুর জেলার দেখাদেখি প্রতিটি জেলায় প্রমিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। খেলাধুলার প্রসার ঘটলে যুব সমাজ মাদক ও স্যোসাল মিডিয়ার নীতিবাচক কর্মকান্ড থেকে দূরে সরে এসে ইতিবাচক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করবে।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল।
পুরষ্কার বিতরণকালে চাঁদপুর পৌরসভারর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ফুটবল উপ কমিটির সাধারণ সম্পাদক সাহির হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা ত্রীড়া সংস্থার সভাপতি সধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল নির্ধারিত সময়ের খেলায় অমীমাংসিত ভাবে শেষ হয়। রেফারি সিদ্ধান্ত মতে ট্রাইবেকার ৪-২ গোলে মতলব উত্তর উপজেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপর দিকে আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ফরিদগঞ্জ উপজেলা প্রমিলা ফুটবল দল ২ – ৩ গোলে চাঁদপুর সদর উপজেলা ফুটবল প্রমিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফিফার রেফারী জালাল উদ্দীন। সহকারী ছিলেন কামরুজ্জামান ও হুমায়ন কবির।
প্রমিলা ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন, সেলিম আহমেদ টুমু। সহকারি ছিলেন মাসুম বেপারী ও মাসুদুর রহমান।