চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা নিয়ে জেলা আ.লীগ সাধারণ সম্পাদকের বিবৃতি
প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে একটি বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।বিবৃতিতে তিনি উল্লেখ করেন, চাঁদপুরের বিজয়মেলা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে আমাকে সংযুক্ত করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আদৌ এ বিষয়ে আমাকে অবগত করা হয়নি এবং আমি কিছু জানি না।কথা ছিলো আমার সাথে আলোচনা করে পরবর্তীতে সবার সাথে আলোচনা সাপেক্ষে কমিটি চূড়ান্ত করা হবে। এমনকি যাকে নিয়ে নানান অভিযোগ রয়েছে তাকে কিভাবে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হল সে বিষয়েও আমি অবগত নই যেহেতু উপরোক্ত বিজয়মেলার যে কমিটি পত্রিকায় পেয়েছি তার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এখানে আমাদেরকে না জানিয়ে কিছু বিতর্কিত লোকদের সদস্য করা হয়েছে যা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এসব বিতর্কিত বিষয়ের সাথে আমার কখনো সম্পৃক্ততা ছিল না আর থাকবেও না। আমাকে উপদেষ্টা মন্ডলী সম্পাদক করা হয়।
এ বিষয়ে আমি কোন প্রকার অবগত নই ও আমার কোন প্রকার মতামত নেওয়া হয়নি।
-বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ।