চাঁদপুরের মেয়ে ড. নিলুফা চবি’র সিনেট সদস্য
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের খ্যাতিমান আইনজীবী মরহুম আব্দুল হাকিম এবং লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোয়ারা বেগমের কনিষ্ঠ কন্যা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিলুফা আকতার ( শিল্পী) মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক আগামী তিন বৎসরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
ড. নিলুফা চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম মোস্তফা কামাল, ও মেট লাইফ এর এ.ভি.পি, আইনজীবী মোস্তফা জামানের বোন।
নিলুফা আকতার চাঁদপুর মিশন স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং চাঁদপুর কলেজর প্রাক্তন শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, মাস্টার্স, এম.ফিল এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
২০০৬ সাল থেকে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
কথা সাহিত্যিক হিসাবে তিনি সুপরিচিত। ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’, ‘রাগিব -রাবেয়া সাহিত্য পুরস্কার’ এ ভূষিত হয়েছেন। স্বামী তারেক আবু তাহের ব্যবসায়ী এবং ব্যক্তিগত ভাবে তিনি তিন সন্তানের জনক। তারা স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত।