চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক :
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুরের নদীতে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় অভিযানের দ্বিতীয় দিনে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের উপস্থিতিতে অভিযান চালিয়ে কাচিকাটা এলাকা থেকে জালগুলো জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড জানায়, ৮ অক্টোবর জব্দকৃত জাল এবং এর আগে জব্দকৃত জালগুলোসহ একত্রে পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় অভিযান সফল করতে আমরা সচেষ্ট রয়েছি।