চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল।
সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপনের পরিচালনায় সভায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ রুহল আমিন সরকার, অ্যাডঃ আবদুল লতিফ শেখ, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ মুজিবুর রহমান ভুইয়া, অ্যাডঃ আবুল কাশেম, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ নাইমুল ইসলাম, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ রুমানা আফরোজ খান, অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ জসিমউদ্দিন ভুইয়া, অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন,অ্যাডঃ শাহআলম-২, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ শাহআলম-১, অ্যাডঃ হালিম পাটওয়ারী প্রমুখ।
সাধারন সভায় আলোচ্যসূচির মধ্যে ছিলোঃ ২নং মোক্তার ভবন ফ্লোর টাইলস, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারন নির্বাচন সংক্রান্ত আচরন বিধি প্রনয়নে ও কার্যকরি ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে, দেওয়ানী আদালতে বি এস খতিয়ানের বিরুদ্ধে হওয়া ঘোষনা পাওয়ায় মোকদম্মার ডিক্রি কার্যকরি , জেলা আইনজীবী সমিতির ভবনের পূর্ব পাশ^ হইতে জেলা কোট ভবন পর্যন্ত বৃষ্টিজনিত ছাউনি নির্মান সহ অনান্য বিষয়ে বক্তরা আলোচনায় অংশ নেন।