চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। গতকাল ৩ মে বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত চাঁদপুর জেলা জজ আদালতের পুরো এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশনেন সিনিয়র জেলা দায়রা জজসহ বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ এবং আদালতে কর্মরত কর্মচারীগণ।
আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর বিচার বিভাগে কর্মরত বিচারক ও কর্মচারীদের সাথে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কাজে স্বেচ্ছায় কর্মকর্তা এবং কর্মচারীগণ অংশগ্রহণ করেন। নিজ কর্মক্ষেত্রকে সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।