চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান-সদস্যদের গেজেট প্রকাশ
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৬ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয় এ গেজেট প্রকাশ করে।
প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা সদস্য তথা চাঁদপুর সদর-ফরিদগঞ্জ-হাইমচরে নির্বাচিত আয়শা রহমান লিলি, ২নং ওয়ার্ডের কচুয়া-মতলব উত্তর-মতলব দক্ষিণে তাছলিমা আক্তার আঁখি এবং ৩নং ওয়ার্ডের হাজীগঞ্জ-শাহরাস্তিতে জান্নাতুল ফেরদৌস।
সদস্য পদে ১নং ওয়ার্ডে মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, ২নং ওয়ার্ডে খোরশেদ আলম, ৩নং ওয়ার্ডে আলী আক্কাছ, ৪নং ওয়ার্ডে আল আমিন ফরাজী, ৫নং ওয়ার্ডে আলাউদ্দিন সরকার, ৬নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ বিল্লাল হোসেন, ৮নং ওয়ার্ডে মো. জাকির হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে পান ৫২২ ভোট।
উপজেলাভিত্তি প্রাপ্ত ফলাফলে অনুযায়ী, চাঁদপুর সদরে মোবাইল ফোন ১৬৩, আনারস ৪০। হাইমচরে মোবাইল ফোন ৬৬, আনারস ১৪। মতলব দক্ষিণে মোবাইল ফোন ৫৮, আনারস ৩২। মতলব উত্তরে মোবাইল ফোন ১০০, আনারস ৮১। ফরিদগঞ্জে মোবাইল ফোন ১১৪, আনারস ৯৭। হাজীগঞ্জে মোবাইল ফোন ৭১, আনারস ১০৩। শাহরাস্তিতে মোবাইল ফোন ৬৭, আনারস ৮৩। কচুয়ায় মোবাইল ফোন ৯৯, আনারস ৭২।