চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমিতির নির্বাচনে হুমায়ুন কবির স্বপন সহ-সভাপতি নির্বাচিত
শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সহ-সভাপতি পদে হুমায়ুন কবির (স্বপন) মজুমদার নির্বাচিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) চাঁদপুর ট্রাকঘাটে অবস্থিত বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়৷
এ সময় ১৩১ জন ভোটারদের মাঝে ১২৮ জন ভোট প্রদান করেন। এতে ৮১ ভোট পেয়ে
চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে হুমায়ুন কবির (স্বপন) মজুমদার নির্বাচিত হয়েছেন।
এমন জনপ্রিয়তা ধরে রাখার রহস্য সম্পর্কে হুমায়ুন কবির (স্বপন) মজুমদার বলেন, ‘দিনশেষে আমরা সবাই এক। এটা ছিল উৎসব। আমরা তাতে সামিল হয়েছি মাত্র। এখানে জয়-পরাজয় আমার কাছে মুখ্য না। তবে আমার বন্ধু-সতীর্থরা যে আমাকে এতটা ভালোবাসে,সেটা এই নির্বাচন না হলে টেরই পেতাম না। আমি কৃতজ্ঞ সবার প্রতি।