চাঁদপুর লঞ্চঘাটের আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীন নৌ পরিবহন প্রকল্প-১ এর অধীনে চাঁদপুর লঞ্চ ঘাটের আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভাচুয়ালি ভিত্তি প্রস্তর স্থাপন শেষে চাঁদপুর লঞ্চ ঘাটে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্যা, চাঁদপুর নৌ তানার ওসি মোঃ কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসালামসহ বিআই ডব্লিউটি, নৌ পুলিশ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নামফলক উন্মোচন শেষে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ সাইড ঘুরে দেখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।