চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে আইয়ুব আলী বেপারীকে পৌর যুবলীগের সমর্থন

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারীর (দোয়াত কলম মার্কা) প্রতি সমর্থন জানিয়েছে চাঁদপুর পৌর যুবলীগ। গতকাল ৪ এপ্রিল শনিবার চাঁদপুর পৌর যুবলীগের এক জরুরি সভায় পৌর ১ থেকে ১৫নং ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম ও ইকবাল হোসেন (বাবু) পাটওয়ারীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ৪ এপ্রিল শনিবার চাঁদপুর পৌর যুবলীগের এক জরুরি সভায় ১ থেকে ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/যুগ্ম আহ্বায়কের মতামতের ভিত্তিতে চাঁদপুর পৌর যুবলীগ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে সংগঠনের বৃহত্তর স্বার্থে পৌর যুবলীগের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে চেয়ারম্যান পদে আইয়ুব আলী বেপারির পক্ষে (দোয়াত কলম মার্কা) সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাই আগামী ২১ মে পর্যন্ত পৌর যুবলীগের সকল নেতৃবৃন্দ ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দকে দোয়াত কলম মার্কার পক্ষে কাজ করার জন্য অনুরোধসহ নির্দেশ দেয়া গেলো।

 

 

শেয়ার করুন